ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

শিল্পকলা একাডেমিতে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির কর্মসূচি বাস্তবায়ণ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা সভা এবং বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। 

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ কাজ অব্যাহত রাথকে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিন দিনের এই আয়োজনে আরো থাকছে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এপিএ, ইনোভেশন, শুদ্ধাচার, ই-নথি ও ডিজিটাল সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২৪ থেকে ২৬ অক্টোবর ২০১৯ একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। 

বিভিন্ন জেলার ৫০জন কর্মকর্তার অংশগ্রহণে ২৪ অক্টোবর প্রথম দিনে শিল্পকলা একাডেমির বছরব্যাপী কর্মকান্ড পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

দেশের সকল জেলা উপজেলায় মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে জেলা শিল্পকলা একাডেমি গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে জানিয়েছেন। এছাড়াও শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনে শিল্পকলা একাডেমিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে দেশজুড়ে বিস্তৃত পরিসরে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করার কথা জানিয়েছেন অতিথিরা। এসময় অংগ্রহণকারী কর্মকর্তারা জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন কর্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

পরবর্তি দুই দিনের প্রশিক্ষণে শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন, ই-নথি, তথ্য বাতায়ণ ও ইনোভেশন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

টিআর/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি